শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

সারা দেশে পালিত হলো গণহত্যা দিবস 

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে পালিত হলো গণহত্যা দিবস 

দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শনিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস পালিত হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- 

নাটোর : নাটোরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়ে আমরা জয়লাভ করি। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসচর্চায় উৎসাহিত করতে হবে। ১৯৭১-এর ২৫ মার্চ রাতে গণহত্যার নৃশংসতা ছিল ভয়াবহ।

আন্তর্জাতিক পরিমণ্ডলে এই দিবস স্বীকৃতি লাভ করবে এবং ভবিষ্যতে গণহত্যার বিচার করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাঈনুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা প্রমুখ।

দিবসটি উপলক্ষে আজ রাত সাড়ে ১০টায় নাটোরে এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউট করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা এবং চলমান যানবাহন ব্ল্যাক আউটের আওতাবহির্ভূত থাকবে।

টাঙ্গাইল : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে রাষ্ট্রের পক্ষে  শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমেদ, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদ  চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। পরে বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক ও খন্দকার জহিরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

কালুখালী : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় কালুখালী রেলস্টেশন সংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আ. খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত ফকির, রফিকুল ইসলাম কুটি মনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর : সারা দেশের ন্যায় শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন গুরুদাসপুর উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার শ্রাবণী রায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ও গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন প্রমুখ।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর উপজেলার সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, ওসি (তদন্ত) উবায়দুর রহমান, প্রভাষক অরবিন্দ পাল অখিল, সাংবাদিক আলম ফরাজি প্রমুখ। বক্তারা ১৯৭১-এর ভয়াল হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসী হতবাক হয়েছিল। এ হত্যাকাণ্ডে বাঙালি জাতির কাছে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম কবির।  

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমান হাসান বিপ্লব, ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,  জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান, ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান কবির, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।


নকলা : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ওসি রিয়াদ মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার আ. রশিদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং নকলা প্রেস ক্লাবের নেতাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালিগঞ্জ : গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ খান আহছান, বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।


দুমকি : পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৫ মার্চ বেলা ১১টার উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মরতুজা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। 

উলিপুর : কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন। আরও বক্তব্য দেন উলিপুর পৌরসভার মেয়র আলহাজ মামুন সরকার মিঠু, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমান প্রমুখ। 

দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় ২৫ মার্চ গণগত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে আলোচনা সাভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা থানার ওসি মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সেলিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন মেরুং মাহমুদা বেগম লাকী, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখতার আলী, প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার সোনা মিত্র চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রদিউজ্জামান জীবন প্রমুখ। 

টিএইচ